শিলিগুড়িতে ফের সোনা উদ্ধার করল ডিআরআই। কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ডিআরআই আধিকারিকরা৷ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশানে রাজধানী এক্সপ্রেস আসতেই নির্দিষ্ট ব্যাক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগের হাতল থেকে চার টুকরো সোনার বাট উদ্ধার হয়। ধৃতে নাম দিলীপ মানে। তার বাড়ি মহারাষ্ট্রে। নির্দিষ্ট ধারায় মামলা করে ধৃতকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এদিন তার জামিনের আবেদন খরিজ করে ১৬ দিনের জেল হেফজত মঞ্জুর করে আদালত।
সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান, উদ্ধার হওয়া সোনার ওজন এক কেজি ৯৯১ গ্রাম৷ যার বাজার মূল্য এক কোটি ৬৫ হাজার টাকা। ধৃত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সোনাগুলি ইন্দো-মায়ানমার বর্ডার থেকে মনিপুর হয়ে গৌহাটি থেলে রাজধানী এক্সপ্রেস করে কানপুর যাওয়ার উদ্দেশ্য ছিল।
আর ও পড়ুন নিউটাউন হাজরা কালীবাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিলেন দিলীপ ঘোষ
এই ঘটনায় আর কারা জড়িত, ধৃতের কার কাছে সোনাগুলি পাচারের ছক ছিল সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই।
উল্লেখ্য, শিলিগুড়িতে ফের সোনা উদ্ধার করল ডিআরআই। কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ডিআরআই আধিকারিকরা৷ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশানে রাজধানী এক্সপ্রেস আসতেই নির্দিষ্ট ব্যাক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগের হাতল থেকে চার টুকরো সোনার বাট উদ্ধার হয়। ধৃতে নাম দিলীপ মানে। তার বাড়ি মহারাষ্ট্রে। নির্দিষ্ট ধারায় মামলা করে ধৃতকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এদিন তার জামিনের আবেদন খরিজ করে ১৬ দিনের জেল হেফজত মঞ্জুর করে আদালত।
সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানান, উদ্ধার হওয়া সোনার ওজন এক কেজি ৯৯১ গ্রাম৷ যার বাজার মূল্য এক কোটি ৬৫ হাজার টাকা। ধৃত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সোনাগুলি ইন্দো-মায়ানমার বর্ডার থেকে মনিপুর হয়ে গৌহাটি থেলে রাজধানী এক্সপ্রেস করে কানপুর যাওয়ার উদ্দেশ্য ছিল।