ফের অবরোধ।অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল। রাস্তায় বসে পরে অবরোধ করল সিপিআইএম। গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের দেশজুড়ে দু দিন ধর্মঘটের ডাক দিয়েছে। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে সোমবার থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।
বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে আজ ও আগামীকাল খোলা থাকবে অফিস , আদালত , স্কুল , কলেজ । এদিন বারাসাত আইকোর মোড় অবরোধের পর সিপিআইএমের নেতাকর্মীরা মিছিল করে আসে বারাসাত ডাকবাংলা মোড়ে।
আরও পড়ুন – পুতিনকে ‘কসাই’ বলে আখ্যা দিলেন বাইডেন
সেখানে রাস্তার উপর বসে পড়ে জাতীয় সড়ক অবরোধ করে। 34 ও 35 নম্বর জাতীয় সড়কে সংযোগস্থল ডাকবাংলা মোড়ে অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বারাসাত শহরের যান চলাচল। প্রায় 20 মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশ এসে প্রায় 40-50 জন সিপিআইএম নেতা কর্মী-সমর্থকদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, ফের অবরোধ।অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল। রাস্তায় বসে পরে অবরোধ করল সিপিআইএম। গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের দেশজুড়ে দু দিন ধর্মঘটের ডাক দিয়েছে। দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাঁদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যু সামনে রেখে সোমবার থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।
বনধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে আজ ও আগামীকাল খোলা থাকবে অফিস , আদালত , স্কুল , কলেজ । এদিন বারাসাত আইকোর মোড় অবরোধের পর সিপিআইএমের নেতাকর্মীরা মিছিল করে আসে বারাসাত ডাকবাংলা মোড়ে।
সেখানে রাস্তার উপর বসে পড়ে জাতীয় সড়ক অবরোধ করে। 34 ও 35 নম্বর জাতীয় সড়কে সংযোগস্থল ডাকবাংলা মোড়ে অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বারাসাত শহরের যান চলাচল। প্রায় 20 মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশ এসে প্রায় 40-50 জন সিপিআইএম নেতা কর্মী-সমর্থকদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।