সামান্য এক সাইকেল মিস্ত্রি বানিয়ে ফেললেন সাইকেল বাইক। ভাইরাল ভিডিও।স্বপ্ন ছিল মোটরবাইক কেনার কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষের সাধ্যের অতীত সামান্য সাইকেল মিস্ত্রির অবশেষে নিজেই পুরনো মোটরবাইকের ইঞ্জিন এক গ্যারেজ মালিকের কাছ থেকে কিনে নিজের কারিগরি দক্ষতায় বানিয়ে ফেললেন সাইকেল বাইক।
আসানসোল দক্ষিণ থানার বকবাঁধের বাসিন্দা ৫০ বছরের মিলন মন্ডল বিগত ২০ বছর ধরে বকবাঁধ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন তার আগে তাঁর বাবা একই পেশাতে যুক্ত ছিলেন। বাবা মারা যাবার পর তিনি সাইকেল সারাবার দোকানের দায়িত্ব নেন, ইতিমধ্যে তার মা ও মারা যান।
স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে সংসার, ছোট দোকানের আয়ে দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন ছোট মেয়ে পড়াশোনা করছে। মিলন মন্ডল আক্ষেপের সুরে বলেন বাবা মা মারা যাবার পর তার অনেক স্বপ্ন,অনেক ইচ্ছা ধামাচাপা পড়ে যায় সংসারের গুরু দায়িত্বর কারণে তবে ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল মোটরবাইক চালানোর কিন্তু সামান্য আয়ে সংসার চালিয়ে দামী মোটরবাইক কেনা তার সাধ্যের অতীত।
আর ও পড়ুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলারা বেশি অসুরক্ষিত, বললেন দিলীপ ঘোষ
সম্প্রতি বাজারে ব্যাটারী চালিত সাইকেল ও ই রিক্সা দেখে তিনি চিন্তা করতে থাকেন সাইকেলে যদি মোটরবাইকের ইঞ্জিন লাগিয়ে দেওয়া যায় তাহলে সাইকেলের সাথে মোটরবাইকের কাজ করবে। তিনি বিভিন্ন মোটরবাইক গ্যারেজে খোঁজ চালান পুরনো অব্যাবহৃত মোটরবাইকের ইঞ্জিনের অবশেষে পরিচিত এক গ্যারেজ মালিকের কাছ থেকে একটা মোটরবাইক ইঞ্জিন এবং সাইলেন্সর কিনে নিয়ে আনেন।
পরে বাজার থেকে মোবিল ফিল্টার, ক্লাচ, ব্রেক কিনে সাইকেলে লাগিয়ে তৈরী করে ফেলেন একটা আস্ত সাইকেল বাইক। পেট্রোল ট্যাংকের জায়গায় আপাততঃ বোতলে পেট্রোল রেখে সাইকেল বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে তার মনের দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূর্ণ হওয়াতে খুব খুশী। তিনি জানান তার এই প্রয়াস এখনো পর্যন্ত প্রায় একশোর উপর লোক চালিয়ে পরীক্ষা করেছে।
তিনি জানান অনেক গরীব পরিবারের ছেলেদের মনে সুপ্ত বাসনা থাকে মোটরবাইক চালানোর কিন্তু পয়সার অভাবে মোটরবাইক কিনতে পারছেন না তারা কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচ করে তাদের সাইকেলকে মোটরসাইকেলে পরিবর্তন করে নিতে পারেন এবং মোটরবাইকের মতো ৭০ কিলোমিটার মাইলেজও পাওয়া যাবে। মিলন মন্ডলের এই অভিনব প্রয়াসের প্রশংসা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, অনেকে তার কাছে আসছে পদ্ধতি জানতে তবে তার