উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্র ছাত্রীদের বিক্ষোভ হালিশহরে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে হালিশহর বাগমোরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। হালিশহর মল্লিক বাগ হাই স্কুলের 84 জন ছাত্র-ছাত্রী এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। এদিন ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে তারপর স্কুলের গেটে গিয়ে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ প্রদর্শনের ফলে বিরাট যানজটের সৃষ্টি হলে হালিশহর থানার পুলিশ বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের শান্ত করে যানজট মুক্ত করে।
বিক্ষোভরত ছাত্র শান্তনু পালের বক্তব্য রেজাল্টে দেখাচ্ছে আন সাকসেসফুল। স্কুল কর্তৃপক্ষকে জানালে পরে বলছে তোমরা রিভিউ করো। এ ছাড়া কিছুই করবার নেই। রিভিউ করলে পরে আবার এক বছর নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় তাদের একটিই বক্তব্য যেভাবেই হোক উচ্চমাধ্যমিকে তাদের পাস করিয়ে দিতে হবে।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে হালিশহর বাগমোরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। হালিশহর মল্লিক বাগ হাই স্কুলের 84 জন ছাত্র-ছাত্রী এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। এদিন ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে তারপর স্কুলের গেটে গিয়ে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ প্রদর্শনের ফলে বিরাট যানজটের সৃষ্টি হলে হালিশহর থানার পুলিশ বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের শান্ত করে যানজট মুক্ত করে।
বিক্ষোভরত ছাত্র শান্তনু পালের বক্তব্য রেজাল্টে দেখাচ্ছে আন সাকসেসফুল। স্কুল কর্তৃপক্ষকে জানালে পরে বলছে তোমরা রিভিউ করো। এ ছাড়া কিছুই করবার নেই। রিভিউ করলে পরে আবার এক বছর নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় তাদের একটিই বক্তব্য যেভাবেই হোক উচ্চমাধ্যমিকে তাদের পাস করিয়ে দিতে হবে। ফেল করা ছাত্র ছাত্রীদের