কলকাতা – বরানগরের এম এন কে রোডের বাসিন্দা পরিমিতা মণ্ডলের বাড়ি থেকে গত বছরের আগস্ট মাসে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়েছিল। ঘটনার পর পরিচারিকা দীপা দাসের উপর সন্দেহ হলেও পুলিশি জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ মেলেনি। পরে দীপা কাজ ছেড়ে দেয়।
সম্প্রতি পরিমিতা দেবী ফেসবুকে দীপার একটি ছবি দেখে চমকে ওঠেন। ছবিতে দীপার গলায় ও হাতে দেখা যায় তাঁরই চুরি যাওয়া গয়না। সঙ্গে সঙ্গে তিনি বরানগর থানায় যোগাযোগ করেন। পুলিশের তৎপরতায় দীপাকে ডানকুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, দীপার ডানকুনির বাড়ি এবং নদীয়ার হরিণঘাটায় এক আত্মীয়ের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত গয়না উদ্ধার হয়েছে। ডিসি (দক্ষিণ) অনুপম সিং বলেছেন, “প্রায় এক বছর পর ফেসবুকে চুরির গয়না পরে ছবি পোস্ট করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
