ফেসবুকে প্রেম, ত্রিকোণ প্রেমের ফলে আত্মহত্যা। অনুশিলা, রনি অরিজিৎ পাত্র তিনজনের জটিল সম্পর্কের জেরে মৃত্যু হল এক যুবকের। অন্য প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে এফ আইআর করেন। মেয়েটির ভাইকেও দোষী ভাবা হচ্ছে। দাদা নির্ঝর বোনের জন্য একটি গেস্ট হাউজ ভাড়া নেন যার প্রতিদিনের ভাড়া চার হাজার টাকা। বোন অনুশিলা বন্ধু রনিকে নিয়ে ওখানে থাকতে শুরু করে।
ইতিমধ্যে অরিজিৎ পাত্র বলে অনুশিলার আর এক বন্ধু অরিজিৎ হাজির হন সেখানে। ঝগড়া হয়। তার পরিণতিতে রনি আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে বুঝতে পারেএটা আত্মহত্যা হলেও তার পেছনে অন্য কারণ আছে। নির্ঝর ও অরিজিতের নামে এফআই আর হয়েছে। অনুশিলাকেও যুক্ত করা হতে পারে। ঘটনাটি যে ত্রিকোণ প্রেমের পরিণতি তা নিশ্চিত।
উল্লেখ্য, ফেসবুকে প্রেম, ত্রিকোণ প্রেমের ফলে আত্মহত্যা। অনুশিলা, রনি অরিজিৎ পাত্র তিনজনের জটিল সম্পর্কের জেরে মৃত্যু হল এক যুবকের। অন্য প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে এফ আইআর করেন। মেয়েটির ভাইকেও দোষী ভাবা হচ্ছে। দাদা নির্ঝর বোনের জন্য একটি গেস্ট হাউজ ভাড়া নেন যার প্রতিদিনের ভাড়া চার হাজার টাকা। বোন অনুশিলা বন্ধু রনিকে নিয়ে ওখানে থাকতে শুরু করে।
ইতিমধ্যে অরিজিৎ পাত্র বলে অনুশিলার আর এক বন্ধু অরিজিৎ হাজির হন সেখানে। ঝগড়া হয়। তার পরিণতিতে রনি আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে বুঝতে পারেএটা আত্মহত্যা হলেও তার পেছনে অন্য কারণ আছে। নির্ঝর ও অরিজিতের নামে এফআই আর হয়েছে। অনুশিলাকেও যুক্ত করা হতে পারে। ঘটনাটি যে ত্রিকোণ প্রেমের পরিণতি তা নিশ্চিত।