নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৫ ডিসেম্বর, ফ্রিজ খুলে আপেল খেয়ে দশ লাখ টাকার গয়না ও নগদ দেড় হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। বাদ যায়নি শিশুর ঔষধ এমনকি ড্রাইপারও। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের বানিপল্লী এলাকাতে এক জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষক সুবেশ কুমার কুইতির বাড়িতে।
জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার কেউই বাড়িতে ছিলেন না। মেদিনীপুরে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। রবিবার দুপুরে বাড়ি ফিরে দেখেন বাড়ির ৭টি তালা ভেঙে আলমারি খুলে সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। সাথে সাথেই অভিযোগ দায়ের করেন নরেন্দ্রপুর থানায়।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।