বিনোদন – নর্থ আমেরিকান তেলুগু সোসাইটি (NATS)-এর আয়োজনে ফ্লোরিডার তাম্পা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অষ্টম আমেরিকা তেলুগু সাম্বারালু উৎসব। ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত চলবে এই বিশাল সাংস্কৃতিক আয়োজন, যেখানে চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য ও আধ্যাত্মিক জগতের বহু জনপ্রিয় মুখ অংশ নিচ্ছেন। উৎসবের জৌলুস বাড়াতে উপস্থিত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী শ্রীলীলা, পরিচালক কে. রাঘবেন্দ্র রাও, সামান্থা রুথ প্রভু, প্রযোজক অল্লু অরবিন্দ, দিল রাজু, সুকুমার ও গোপীচাঁদ মালিনেনির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে আল্লু অর্জুন তার প্রথম পরিচালক কে. রাঘবেন্দ্র রাও-এর আশীর্বাদ নেন, যার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এদিন রাঘবেন্দ্র রাওকে সম্মান জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন, সুকুমার, শ্রীলীলা ও দিল রাজু। বক্তৃতায় রাও বলেন, “সুকুমার ‘পুষ্পা’ সিনেমায় জঙ্গলের ওপর ভরসা রেখে নিজেকে স্টার পরিচালক এবং আল্লু অর্জুনকে সুপারস্টার বানিয়ে তুলেছে।” বর্তমানে আল্লু অর্জুন ব্যস্ত রয়েছেন তার প্যান-ইন্ডিয়া সায়েন্স-ফিকশন প্রজেক্ট ‘AA22XA6’-এর শুটিংয়ে, যেখানে তার বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন।
