ভাইরাল – ফ্লোরিডার পানামা সিটি সমুদ্রসৈকতে সম্প্রতি এক শ্বাসরুদ্ধকর ঘটনার সাক্ষী থাকলেন বহু পর্যটক। সৈকতের কাছাকাছি জলে ঘটে গেল এক ভয়ঙ্কর দৃশ্য—এক বিশাল হাঙর একটি স্টিং রে-কে শিকার করতে আক্রমণ করে বসে। পর্যটকেরা সেই রোমাঞ্চকর লড়াই নিজের চোখে দেখলেন, কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রইলেন জলের কাছাকাছি।
ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক্স (সাবেক টুইটার)-এর ‘অ্যাকিউওয়েদার’ নামের হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা যায়, পর্যটকেরা মোবাইল ক্যামেরা নিয়ে ভিড় জমিয়েছেন সৈকতের ধারে। অনেকেই জলে নেমে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। বিশালাকৃতির হাঙরটি বারবার স্টিং রে-টিকে আঘাত করে তাকে শিকার করার চেষ্টা করে। অন্যদিকে, স্টিং রে-ও সহজে হার মানতে রাজি নয়—সে-ও আত্মরক্ষায় জবাব দিতে থাকে।
এই দুই সামুদ্রিক প্রাণীর রুদ্ধশ্বাস লড়াই পর্যটকদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনার সঞ্চার করে। হাঙরটি যুদ্ধ করতে করতে স্টিং রে-কে টেনে নিয়ে আসে সৈকতের কাছাকাছি, যার ফলে দৃশ্যটি আরও ভয়াবহ হয়ে ওঠে। যদিও কিছু সময়ের এই লড়াইয়ের পর দু’পক্ষই ক্লান্ত হয়ে একে অপরকে ছেড়ে নিজেদের পথে সরে যায়।
পর্যটকেরাও হাঁফ ছেড়ে বাঁচেন এই দুঃসাহসিক মুহূর্তের অবসানে। কেউ কেউ ভিডিওটি পোস্ট করে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নেটদুনিয়ায়। এমন প্রকৃতির বিপুল রোষ ও রহস্যময়তা দেখে সকলেই বিস্মিত। এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রকৃতির রাজত্বে কোনও মুহূর্তই নিরুত্তাপ নয়—সেই রাজত্বে যে কোনও সময়ে ঘটে যেতে পারে লোমহর্ষক সংঘর্ষ।
