দক্ষিণ 24 পরগনা- পূর্ব যাদবপুরের এক অভিজাত ফ্ল্যাটে প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। ফ্ল্যাটে পৌঁছে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডাইনিং হলে ফ্ল্যান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল ছেষট্টি বছরের দুলাল পালের দেহ। বেডরুমে ফ্যান থেকে ঝুলছিল তিপান্ন বছরের রেখা পালের দেহ। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না দম্পতির ছেলে ও বউমা। মৃত দম্পতির মেয়ের অভিযোগ, দাদা ও বউদি তাঁর বাবা-মায়ের ওপর অত্যাচার চালাতেন। হয় তাঁরাই খুন করেছেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছেন। আত্মহত্যা নাকি খুন, নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় পুলিশ।
