বইমেলায় বড় সুবিধা, প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট, ভিড় এড়াতে নতুন উদ্যোগ

বইমেলায় বড় সুবিধা, প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট, ভিড় এড়াতে নতুন উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – এবার বইপ্রেমীদের জন্য বড় সুখবর। কলকাতা বইমেলার প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। ভিড় এড়াতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে আর স্টেশনের টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না। বইমেলা ঘুরে নির্দিষ্ট সময়ের জন্য আগাম টিকিট কেটে সহজেই মেট্রো ধরে কম সময়ে বাড়ি ফেরা যাবে।
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি থেকে, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরও বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে কুড়িটি দেশ। এবার হাওড়া থেকে সরাসরি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে পৌঁছনো আরও দ্রুত ও সহজ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বইপ্রেমীদের সুবিধার্থে মেলা চত্বরে একাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বয়স্কদের জন্য থাকবে হুইলচেয়ারের সুবিধা। জরুরি প্রয়োজনে মেডিকেল ডেস্কও রাখা হচ্ছে। গোটা মেলা প্রাঙ্গণ থাকবে গুগল কানেক্টেড। মেলায় ঢুকে যে কোনও প্রকাশনী বা স্টল গুগল ম্যাপের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাবে।
এবছরের বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবছর বাংলাদেশ অংশগ্রহণের জন্য কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। নীতি অনুযায়ী কোনও রাজনৈতিক সংগঠনকে মেলায় জায়গা দেওয়া হয় না, তবে তাদের প্রকাশিত মুখপত্রগুলিকে স্টলের মাধ্যমে স্থান দেওয়া হবে।
এবার বই বিক্রেতাদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী দোকানদারদের বীমার আওতায় আনা হয়েছে। প্রতিটি স্টলের ম্যাপ, বইয়ের দাম ও অন্যান্য তথ্য ডিজিটালভাবে পাওয়া যাবে। বইমেলা চলাকালীন বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও কোনও ফাঁক রাখা হচ্ছে না। বইমেলা প্রাঙ্গণ ও আশপাশে থাকবে কড়া পুলিশি নজরদারি। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি মেলায় আসা বইপ্রেমীদের জন্য বিশেষ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top