“বই এর জন্য হাঁটো” ,পদযাত্রা কল্যাণীতে। কল্যাণী বই মেলা উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হল “বই এর জন্য হাঁটো”, সুসজ্জিত পদযাত্রা।২৬ তম কল্যাণী বই মেলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ থেকে বিকেল সাড়ে তিনটেয় সুসজ্জিত পদযাত্রা শুরু হয়ে সেন্ট্রাল পার্ক স্টেট ব্যাঙ্কের পাশের মাঠে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কিশোর বাহিনী, নাগরিক সমাজ, নাগরিক সংগঠন ও শহরের বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করেন।
পদযাত্রা উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বই মেলা কমিটির সভাপতি অধ্যাপক ড: অলোক ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও বই মেলার প্রাক্তন সম্পাদক ড: শান্তনু ঝা। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বই মেলা কমিটির সম্পাদক শ্রী সোমনাথ মজুমদার। পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কল্যাণী নাগরিক কমিটির সম্পাদক শ্রী সজল রাহুত। উপস্থিত ছিলেন বই মেলা কমিটির প্রাক্তন সম্পাদক শ্রী সোমেশ কংসবনিক। বই এর জন্য হাঁটো উপসমিতির যুগ্ম আহ্বায়ক শ্রী বিপুল রায় ও শ্রী প্রফুল্ল হালদার পদযাত্রা পরিচালনা করেন।
আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ
উল্লেখ্য, কল্যাণী বই মেলা উপলক্ষে রবিবার অনুষ্ঠিত হল “বই এর জন্য হাঁটো”, সুসজ্জিত পদযাত্রা।২৬ তম কল্যাণী বই মেলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ থেকে বিকেল সাড়ে তিনটেয় সুসজ্জিত পদযাত্রা শুরু হয়ে সেন্ট্রাল পার্ক স্টেট ব্যাঙ্কের পাশের মাঠে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কিশোর বাহিনী, নাগরিক সমাজ, নাগরিক সংগঠন ও শহরের বিশিষ্ট মানুষজন অংশগ্রহণ করেন।
পদযাত্রা উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বই মেলা কমিটির সভাপতি অধ্যাপক ড: অলোক ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও বই মেলার প্রাক্তন সম্পাদক ড: শান্তনু ঝা। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বই মেলা কমিটির সম্পাদক শ্রী সোমনাথ মজুমদার। পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কল্যাণী নাগরিক কমিটির সম্পাদক শ্রী সজল রাহুত। উপস্থিত ছিলেন বই মেলা কমিটির প্রাক্তন সম্পাদক শ্রী সোমেশ কংসবনিক। বই এর জন্য হাঁটো উপসমিতির যুগ্ম আহ্বায়ক শ্রী বিপুল রায় ও শ্রী প্রফুল্ল হালদার পদযাত্রা পরিচালনা করেন।