বউদি প্রেমিকের কারনামায় অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন শক্ত বিচার

বউদি প্রেমিকের কারনামায় অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন শক্ত বিচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বউদি প্রেমিকের কারনামায় অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন শক্ত বিচার। স্ত্রী ও কন্যার এর ওপর অত্যাচার করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে বানারহাট থানার দ্বারস্থ হলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত পূর্ব দুরমারি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি একের পর এক বিয়ে তো করছেনই তার পাশাপাশি এলাকারই আরও কয়েকজনের সাথে তার সম্পর্ক রয়েছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা চাইছেন পুলিশ ও ব্যক্তিকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। স্বামীর বিরুদ্ধে বানারহাট থানায় তার ওপরে অত্যাচার ও ঠিক মত অন্য সংস্থানের ব্যবস্থা না করার অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী। ঘটনায় ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম পবিত্র রায়। তার কৃত কর্মের জন্য গ্রামবাসী তার নাম দিয়েছে ‘ বউদি প্রেমিক।’

 

পূর্ব দুরামারি এলাকার এক গৃহবধূ জানান, ‘ ওই ব্যক্তি প্রথমে দুরমারিরই এক মেয়ে কে বিয়ে করেন। যদিও দুবছরের মধ্যে সে আত্মহত্যা করে মারা যান। এরপর সে অপর একজন কে বিয়ে করে এবং তার দুই কন্যা সন্তান ও রয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রী কে খুব অত্যাচার করে পবিত্র। কিছুদিন আগে সে এক মহিলা কে বাড়িতে নিয়ে আসে। শুনেছি সে তার শ্যালিকার জা। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এর পাশাপাশি দুরামারিতেই একাধিক বিবাহিত মহিলার সাথে ওর সম্পর্ক আছে। ঘটনা গুলিকে নিয়ে আমাদের সন্তানদের সামনে আমাদের লজ্জায় পড়তে হচ্ছে। আমরা চাই পুলিশ ওনাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেক যাতে ফের এধরনের কাজে সে লিপ্ত হতে না পারে।

আরও পড়ুন – দমকল, পশুপ্রেমী সংগঠন,এবং স্থানীয়দের দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন ” বুল ”

’ অভিযুক্তের স্ত্রী মাম্পি রায় জানান, ‘ আমার স্বামী আমার কোন খোঁজ নেয় না শুধু মারধর করে। আমার বা বাচ্চাদের খাবারের টাকা ও উনি দিতে চান না। সম্প্রতি এক বিবাহিত মহিলাকে তিনি বাড়ি নিয়ে এসেছেন। তাই বাধ্য হয়েই থাকায় ওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। ’ যদিও অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন , তিনি আবার বিয়ে করেছেন ও বর্তমানে তার দুটো স্ত্রী। দুই স্ত্রী কেই তিনি সমানভাবে দেখবেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী কে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, পুলিশ একাধিক বার ওকে খোঁজার চেষ্টা করেও পায়নি। তাকে পাকড়াও করার চেষ্টা চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top