আড়াই বছরের মধ্যে দ্বিতীয়বার বাড়িছাড়া বউবাজারের বহু বাসিন্দা – মেট্রোর বোরিংয়ের কাজে আতঙ্ক!। মেট্রোর বোরিংয়ের কাজের জন্য পুরনো বাড়ি মাঝেমধ্যেই কাঁপে এবং তীব্র ভাইব্রেশন অনুভূত হওয়ায় নিজেদের ঘর ছেড়ে হোটেলের ঘরেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বউবাজারের বহু বাসিন্দা।
সূত্রের খবর, দুর্গা পিটুরি লেন থেকেই মূল সমস্যার সূত্রপাত হয়েছে মেট্রোর লাইনের কাজে। কারণ, সেখানে একটি বড় চৌবাচ্চার মত অংশ আছে যেখানে প্রায় ২৪ মিটার নীচে সুড়ঙ্গের কাজ চল ছিল।
জানা গিয়েছে,এই অংশের একদিকে ছিল এসপ্ল্যানেড থেকে আসা টিবিএম এবং অন্যদিকে ছিল শিয়ালদহ থেকে আসা টিবিএম। এই ফাঁকা অংশে দুটি টিবিএম বের করে এনে উপর থেকে ঢেকে সুড়ঙ্গটি পূরণ করার কাজ চলছিল। নিচের অংশে ঢালাইয়ের কাজ চলছিল কিন্তু বিগত কিছুদিনে বেড়েছে বৃষ্টি এবং এর ফলেই জলস্তর।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
উঠে এসেছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, ইঞ্জিরিয়ারদের বক্তব্য, “এই সম্পূর্ণ এলাকায় একটি ওয়াটার পকেট রয়েছে এবং ঢালাইয়ের কাজ শেষ না হওয়ায় উঠে এসেছে জলস্তর। জলস্তর উঠে আসার ফলে নিচে থাকা একটি ছিদ্র দিয়ে বেরিয়ে আসে সেই জল। এছাড়াও জল বেরনোর ফলেই উপরের মাটি আসতে আসতে নিচে বসে যেতে থাকে। যার ফলেই বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ”
আপাতত এমনটাই মনে করছেন তারা। এদিকে, এই খবর পাওয়ার পরই মেট্রো কর্তৃপক্ষ কংক্রিট ফেলে এই ফাঁকা অংশ বন্ধ করার কাজ শুরু করে দিয়েছে।এর মূল উদ্দেশ্য ফাটলের অংশটিকে কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া। এরপরেও জল বেরচ্ছে।তাই সেই কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “জলস্তর উপরে উঠে আসায় ফাটলের মুখে কংক্রিট জমাট বাঁধার সময় পাওয়া যাচ্ছে না। “