কিভাবে বউয়ের মধুর ভালোবাসা লাভ করবেন ?

কিভাবে বউয়ের মধুর ভালোবাসা লাভ করবেন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কিভাবে বউয়ের মধুর ভালোবাসা লাভ করবেন ?  বিয়ে মানে দুটি মনের মিলন। বিয়ে মানে বোঝাপড়া আর ভালোবাসা । স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্মান এবং বিশ্বাস থাকলে সেই দম্পতি আজীবন সুখে ঘর সংসার করতে পারেন। তাহলে আসুন আজ আমরা জেনেনি কি করে বউয়ের মধুর ভালোবাসা লাভ করা যায়।

১. প্রতিদিন যখন ঘুম থেকে উঠবেন,তখন কমপক্ষে পাঁচ মিনিট আপনার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে থাকবেন। এরকম করলে আপনাদের মধ্যে ভালবাসার গভীরতা আরো বেড়ে যাবে। ৫মিনিট এমন কিছুই নয়, কিন্তু এই পাঁচ মিনিট যদি আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন তাহলে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে যাবে।

২. কাজে বেরোনোর পর স্বাভাবিকভাবেই আপনাকে নিয়ে চিন্তা করেন আপনার স্ত্রী। কাজে পৌছে সবার আগে আপনি আপনার থেকে ফোন করে জানাবেন, “আমি ভালোভাবে পৌছে গেছি।” এর ফলে আপনার স্ত্রী অযথা চিন্তা করবেনা। আপনাদের ভালোবাসা আরো মজবুত হবে।

আর ও পড়ুন      সাংসদের বাড়ির পাশেই ফের বোমাবাজির অভিযোগ

৩. প্রত্যেকদিন কাজের শেষে বাড়ি ফেরার আগে কিছু না কিছু বউ এর জন্য কিনে নিয়ে আসুন। সেটা যেকোন দামি জিনিস হতে হবে তা কিন্তু নয়, খুব কম দামে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন। হাতে করে কোন চকলেট অথবা গোলাপ ফুল কিনে নিয়ে আসুন, দেখবেন আপনার স্ত্রী মুহূর্তে খুশি হয়ে যাবে। আপনি তাকে খুশি করতে পারলে দেখবেন সে আপনার জন্য সব কিছু করতে রাজি থাকবে।

 

৪. রাতে যখন ঘুমাবেন, তখন মনে করে বউকে পাশে নিয়ে বুকে আগলে ধরে শুয়ে থাকবেন। বউকে এরকমভাবে বুকে আগলে ধরে শুয়ে থাকলে আপনার তার প্রতি বিশ্বাস যোগ্যতা এবং ভালোবাসা আরো বেশি বাড়বে। আপনার স্ত্রী বুঝতে পারবে আপনি তার প্রতি কতটা সচেতন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top