নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২২ নভেম্বর, গাছ লাগাও পরিবেশ বাঁচাও, মূলত এই ভাবনা কে সামনে রেখে এবার অভিনব উদ্যোগ নদিয়ার চাকদহের নব্য দম্পতির।বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রতিটি ব্যক্তিকে রিটার্ন গিফট হিসাবে চারাগাছ প্রদান করলেন নববিবাহিত দম্পতি। উদ্দেশ্য একটাই,পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা। সূত্রের খবর, নদীয়া চাকদহ থানার রাজ বাগান এলাকার বাসিন্দা তারক বায়ান এর সঙ্গে বিয়ে ঠিক হয় হুগলি বলাগড় এর বাসিন্দা রিঙ্কি বিশ্বাসের। বৃহস্পতিবার রাতে ছিল ওই দম্পতির বৌভাতের অনুষ্ঠান।
আর সেই বৌভাতের অনুষ্ঠানে সকল আমন্ত্রিত অতিথিদের সবুজ চারা গাছ বিতরণ করলেন পাত্র-পাত্রী। তাদের দাবি, অতিরিক্ত গাছ কেটে ফেলার ফলে এবং প্লাস্টিক অতিমাত্রায় ব্যবহারের ফলে পরিবেশ যেভাবে ধ্বংসের দিকে পৌঁছাচ্ছে মূলত সেই কথা মাথায় রেখেই মানুষকে আরও সচেতন করার জন্য এবং যত বেশি সম্ভব গাছ লাগানোর জন্য এই চিন্তা ভাবনা। আমন্ত্রিত ব্যক্তিরাও এরকম একটা উদ্যোগে যথেষ্ট খুশি। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন