‘বউ যখন বাচ্চা’, একি লিখলেন রুবেল !

‘বউ যখন বাচ্চা’, একি লিখলেন রুবেল !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – ছোটপর্দার হিট জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। দুজনেই টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ। বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন। বিয়ের পরও ছবি শেয়ার করেছেন স্বামী-স্ত্রী হিসাবে। এবার শ্বেতার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে খোদ অভিনেত্রীকেই বিড়ম্বনায় ফেললেন রুবেল। যদিও তাঁদের এই ছবি দেখে বেশ খুশি নেটিজেনরা।



সোমবার স্ত্রী শ্বেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রুবেল। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে রুবেলের কোলে চেপে রয়েছেন শ্বেতা। রুবেলের খালি গা আর শ্বেতা পরেছেন হালকা বেগুনি রঙের টি-শার্ট। মাথায় সিঁদুর ও হাতে শাখা-পলা, আর কোনও মেকআপ নেই। বরের গলা জড়িয়ে হাসিমুখে আরও উজ্জ্বল দেখাচ্ছিল নায়িকাকে। আর একটি ছবিতে শ্বেতাকে একা দেখা গিয়েছে। সেখানেও মেকআপ ছাড়াই নজর কেড়েছিলেন নায়িকা। তবে কেবল তাঁর ঠোঁটে হালকা লিপ টিন্ট ছিল, আর লেগেছিল একরাশ প্রাণবন্ত হাসি। এই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘বউ যখন বাচ্চা।’



তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে এই ছবিতে কমেন্ট করেছেন শ্বেতা। তিনি লিখেছেন, এ বাবা কী বাজে লাগছে আমাকে। প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ মেগার সেটে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। প্রথম দিকে লুকোছাপা থাকলেও। পরের দিকে তাঁদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা ছিলেন তাঁরা। ১৯ জানুয়ারি বৈদিক মতে মহিলা পুরোহিত নন্দিনী তাঁদের বিয়ে দেন।


রুবেল ও শ্বেতা দুজনেই টেলিভিশন জগতের খুবই চেনা মুখ। শ্বেতা যমুনা ঢাকির পর কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে কাজ করছেন। এর পাশাপাশি অভিনেত্রী দেবের সঙ্গে প্রজাপতি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও তাঁকে বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে অভিনয় করতে। অন্যদিকে, রুবেল দাসের জনপ্রিয়তাও কিছু কম নয়। যমুনা ঢাকির পর রুবেলকে নিম ফুলের মধুতে সৃজন দত্তের ভূমিকায় দেখা গিয়েছে। যা বেশ জনপ্রিয়তা পায়। এই সিরিয়াল শেষ হতে না হতেই তুই আমার হিরো সিরিয়ালে অভিনয়ের সুযোগ চলে আসে তাঁর কাছে। তাই বলা চলে স্বামী-স্ত্রী দুজনেরই কেরিয়ার মধ্য আকাশে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top