বকুলতলায় ক্রেতা সেজে দুই অস্ত্র বিক্রেতাকে ধরল পুলিশ বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি বিধায়কের

বকুলতলায় ক্রেতা সেজে দুই অস্ত্র বিক্রেতাকে ধরল পুলিশ বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি বিধায়কের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বকুলতলায় ক্রেতা সেজে দুই অস্ত্র বিক্রেতাকে ধরল পুলিশ বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি বিধায়কের। শুক্রবার রাতে বকুলতলা থানার জীবন মণ্ডলের হাটে ক্রেতা সেজে দুই অস্ত্র বিক্রেতাকে ধরল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ । উদ্ধার হল অস্ত্র। , ধৃতদের নাম অজয় কয়াল, রাজা গায়েন। পাওয়া গিয়েছে ৩টি ওয়ান সাটার বন্দুক, ৫ রাউণ্ড কার্তুজ, দু’টি মোবাইল। বাজেয়াপ্ত হয়েছে একটি বাইক। জয়নগরের মায়াহাউরির বাসিন্দা।

 

অভিযুক্তদের শনিবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, দুই অস্ত্র বিক্রেতা জয়নগরের মায়াহাউরি পঞ্চায়েতের সক্রিয় বিজেপি কর্মী। তিনি বলেন, শুক্রবার জয়নগরের বকুলতলায় বিজেপি নেতা দিলীপ ঘোষের সভাতেও এরা হাজির ছিল। যদিও জয়নগর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, মিথ্যা প্রচার করা হচ্ছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই।

 

শুক্রবার রাতে গোপন সূত্রে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে দুই দুষ্কৃতী অস্ত্র বিক্রি করতে আসবে। দুই পুলিশ কর্মীকে ক্রেতা সেজে পাঠানো হয়। এরা অনেক বছর ধরে অস্ত্র বিক্রির কারবার করছে। ওয়ান শাটার ১০ হাজার টাকা পার পিস, ৬ চেম্বার বন্দুক ১২ হাজার টাকা পার পিস, কার্তুজ ৫০০ টাকা পার পিস দাম দেওয়া হয়েছিল বিক্রির সময়। দু’জনেই কোমরে গুঁজে বাইক নিয়ে চলে আসে।

আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে

উল্লেখ্য, শুক্রবার রাতে বকুলতলা থানার জীবন মণ্ডলের হাটে ক্রেতা সেজে দুই অস্ত্র বিক্রেতাকে ধরল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ । উদ্ধার হল অস্ত্র। , ধৃতদের নাম অজয় কয়াল, রাজা গায়েন। পাওয়া গিয়েছে ৩টি ওয়ান সাটার বন্দুক, ৫ রাউণ্ড কার্তুজ, দু’টি মোবাইল। বাজেয়াপ্ত হয়েছে একটি বাইক। জয়নগরের মায়াহাউরির বাসিন্দা।

 

অভিযুক্তদের শনিবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, দুই অস্ত্র বিক্রেতা জয়নগরের মায়াহাউরি পঞ্চায়েতের সক্রিয় বিজেপি কর্মী। তিনি বলেন, শুক্রবার জয়নগরের বকুলতলায় বিজেপি নেতা দিলীপ ঘোষের সভাতেও এরা হাজির ছিল। যদিও জয়নগর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, মিথ্যা প্রচার করা হচ্ছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top