বকেয়া বেতনের দাবিতে লাগাতার ধর্ণা বিক্ষোভে বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মীরা

বকেয়া বেতনের দাবিতে লাগাতার ধর্ণা বিক্ষোভে বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৫ ই আগস্ট :সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৯ শে জুলাই থেকে লাগাতার ধর্ণা বিক্ষোভে বসেছে বিএসএনএলের চুক্তিভিত্তিক কর্মীরা। ধরনা বিক্ষোভ কর্মসূচির আজ আর দিনে পড়লো। এদিন সকালে বিএসএনএলের কর্মীরা দপ্তরে ঢুকতে গেলে অভিযোগ তাদের বাধা দেয়া আন্দোলনরত অস্থায়ী কর্মীরা।

অন্যদিকে চুক্তিভিত্তিক আন্দোলনকারীদের অভিযোগ অস্থায়ী কর্মীদের আন্দোলন চলাকালীন বিএসএনএলের শিলিগুড়ি কার্যালয় জেনারেল ম্যানেজার জোর করে দপ্তরে ঢুকতে যায়, একই সঙ্গে আন্দোলনরত কর্মীদেরকে শারীরিকভাবে হেনস্থা করেন। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন বিএসএনএল এর জেনারেল ম্যানেজার বরং তিনি উল্টে তাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ তুলেছেন অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে।

তবে এদিন বিএসএনএলের শিলিগুড়ির কার্যালয়ের 110 জন কর্মী টপসেল ঢুকতে না পেরে কলেজ পাড়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানা থেকে পুলিশ বাহিনী। তবে দীর্ঘক্ষন ধরে চলে কর্মীদের বিক্ষোভ আন্দোলন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top