বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে বিধানসভা অভিযান, কালো ব্যাজ পরে পুলিশি আক্রমণের প্রতিবাদ। বিধানসভা অভিযানে শিক্ষক কর্মচারীদের ওপর নির্মম আক্রমণের প্রতিবাদে সোচ্চার হলেন পূর্ব মেদিনীপুরের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয় চত্বরে কালো ব্যাজ পরে প্রতিবাদে সোচ্চার হন জেলার শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ছবি ধরা পড়ল জেলার স্কুলগুলিতে। গত বুধবার বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে বিধানসভা অভিযান করেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা। সেই অভিযানে শিক্ষক কর্মচারীদের উপর বর্বরোচিত আক্রমণ চালায় রাজ্যের পুলিশ।
এই আক্রমণে জখম হন বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী। আহত হন শিক্ষিকারাও। বেশ কয়েকজন প্রধান শিক্ষক সহ ৮০ জনকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাংলার শিক্ষক সমাজ। শিক্ষক কর্মচারীদের ওপর পুলিশি নির্মম অত্যাচারকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান বাংলার শিক্ষক শিক্ষিকারা।
শুক্রবারও গোটা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, ময়না, এগরা, ভগবানপুর, তমলুক, কোলাঘাট, খেজুরী, রামনগর সহ বিভিন্ন ব্লকে শিক্ষক শিক্ষিকারা কালো ব্যাজ পরে পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ জানান।
শুক্রবার পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল, বার্ডলি বার্ড হাই স্কুল, পাঁশকুড়া গার্লস হাইস্কুল, প্রতাপপুর হাইস্কুল, রাতুলিয়া হাই স্কুল, পলশা হাই স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। গত ২৩ শে নভেম্বর কলকাতার বিধানসভা অভিযানে শিক্ষক কর্মচারীদের উপর পুলিশী আক্রমণের প্রতিবাদে পথে নামে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ঘটনার প্রতিবাদে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পথে নামার ডাক দেন। পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের পক্ষ থেকে পথসভা, ধিক্কার মিছিল সংঘঠিত হয়। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান অন্যান্য অংশের শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার শিক্ষক কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন ।