
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯শে সেপ্টেম্বরঃ দুর্গাপুর -টানা ছ মাস ধরে বেতন পাচ্ছিলেন না দুর্গাপুরের ইন্দো আমেরিকা মোর সংলগ্ন একটি বেসরকারি কারখানার শ্রমিকরা।
বারবার কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও লাভের লাভ না হওয়ায় বৃহস্পতিবার সকালে কারখানার মূল গেটের সামনে বসে পড়ে শ্রমিকরা।অভিযোগ,সামনে পুজো অথচ প্রায় দেড়শো জন শ্রমিক বেতন না পেয়ে এখন অন্ধকার পথে।শ্রমিকদের এই আন্দোলনের জেরে কারখানায় ঢুকতে বাঁধা পান কারখানা কর্তৃপক্ষ,আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা।
তাদের দাবি ছিল,যখন কারখানার তিনটি ইউনিটের এই একটি ইউনিট বন্ধ হয়ে পরে রয়েছে তাহলে এই দেড়শো শ্রমিককে অন্য দুই ইউনিট এ নিয়ে নিক,না হলে শ্রমিকরা এই আন্দোলন প্রত্যাহার করবেন না।কারখানার আধিকারিকদের বক্তব্য, শ্রমিকদের নিয়ে বসে মিটিয়ে নেওয়া হবে সমস্যা।কিন্তু আলোচনা নয়,শ্রমিকদের দাবি ছিল বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কোন কথা শুনবেন না।শ্রমিকদের এই আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পরে বেসরকারি এই কারখানার মূল গেট।



















