নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৬ই আগস্ট : বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের শ্রমিক বিক্ষোভ।
গত শনিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করাকালীন আনন্দ গঁড়াই (৪০) নামে এক শ্রমিক গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকদের থেকে জানা যায় ওই শ্রমিক ওই গাড়িতেই কাজ করছিলেন এবং দুর্ঘটনার পর গাড়ির চালক পলাতক। ঘটনার পর তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় তাকে পাঠানো হয় দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালে। এতদিন তিনি কোমা অবস্থায় ছিলেন, তারপর আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ তার মৃত্যু হয়।
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ওই শ্রমিকের মৃত্যুর খবর পৌঁছাতেই ফের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভরত শ্রমিকদের দাবি, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারের কোন একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এবং যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।