বীরভূম – বীরভূমের একান্ন পীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর পীঠকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলার পর্যটন আকর্ষণ বাড়ানো এবং দর্শনার্থীদের আরও উন্নত সুবিধা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বীরভূমের তারাপীঠ, কঙ্কালীতলা, ফুল্লরা তলা এবং পাথরচাবরি মাজার পেরিয়ে অবস্থিত বক্রেশ্বর ধাম। বিশেষত, এখানকার উষ্ণপ্রস্রবণ বা গরম জলের জন্য শীতকালে প্রচুর পর্যটক ভিড় জমায়। এই পর্যটন সম্ভাবনাকেই সামনে রেখে জেলা প্রশাসন বক্রেশ্বর ধামকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা নিয়েছে।
উন্নয়নমূলক কাজের মধ্যে থাকবে স্নানঘাট সংস্কার, প্রতীক্ষালয়, পানীয় জলের ব্যবস্থা, আধুনিক শৌচালয় নির্মাণ এবং সর্বত্র আলোকসজ্জা। বক্কেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং মন্দির কমিটির যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ইতিমধ্যেই বীরভূমের জেলাশাসক বিধান রায় বিসিএস, দুই পর্যবেক্ষক এবং প্রশাসনিক প্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গরম জলের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং স্নানঘাটের নিচে দীর্ঘদিন জমে থাকা শ্যাওলা পরিষ্কারের উপায় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, জলে কোনো ক্ষতিকারক উপাদান রয়েছে কি না তাও সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।
জেলাশাসক সাংবাদিক বৈঠকে জানান, শ্মশান ঘাট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ, নানঘাট বসার জায়গা এবং পর্যটন লজ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে বক্রেশ্বর ধাম পর্যটকদের কাছে নতুন আকর্ষণীয় রূপে ধরা দেবে।
