বক্সার জঙ্গলে খোঁজ মিললো রয়েল বেঙ্গল টাইগারের। বক্সায় এবার বাঘের পরিবারের খোঁজে বন দপ্তর।তাঁরা ইতিমধ্যেই নানা পরিকল্পনা গ্রহণ করে ফেলেছে।তা বাস্তবায়ন করতে তোড়জোড় শুরু হয়েছে।শুধু তাই নয়,বাঘের সংখ্যার বিষয়ে সুনিশ্চিত হতে জলদাপাড়া থেকে আরও ৭০টি ট্রাপ ক্যামেরা এনে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর।কারণ জঙ্গলের বিভিন্ন এলাকায় বাঘের বেশ কিছু নমুনা পাওয়া গিয়েছে সেখানে নতুন ক্যামেরা লাগানো হবে।এছাড়াও
স্থানীয় আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলের ৭৬০বর্গ কিলোমিটার এলাকায় বাঘের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য ভান্ডার মজুত রয়েছে।বাঘেদের প্রিয় খাবার চিতল ,হরিণ বক্সার প্রচুর বেশি পরিমাণে রাখা হচ্ছে।তাই,অনেকেই বাঘ থাকার পরিবেশকে সুনিশ্চিত করছে। দপ্তর সূত্রের আরও খবর,আগামী মঙ্গলবার কলকাতা থেকে রাজ্য বন দপ্তরে একটি বিশেষ টিম বক্সায় আসছে সময় বিষয় প্রত্যক্ষ করতে।
আর ও পড়ুন সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ
উল্লেখ্য,বাঘের চরিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন , বাঘ, বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার একা থাকে না । তাদের সঙ্গে পরিবারও থাকে। আর বাঘের এই চরিত্রই বক্সা বাঘ বনে আরো বাঘের থাকার সম্ভাবনা কে জাগিয়ে তুলেছে। আর বক্সায় ট্রাপ ক্যামেরায় ধরাপরা ছবির বাঘটি যখন পূর্ণ বয়স্ক পুরুষ বাঘ, তখন সম্ভবনা অনেকটাই বেড়ে বলে জানা গিয়েছে।পাশপাশি শুক্রবার রাতে যেখানে প্রথমবার রয়েল বেঙ্গলের দেখা পাওয়া যায় , তার প্রায় তিন ঘন্টা পর তার কিছু দূরে আরেকটি ট্রাপ ক্যামেরায় আরেকটি ছবি ধরা পড়েছে বাঘের।তাই আরো বাঘ থাকার সম্ভাবনা মোটেই উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহল মহল।কারণ পুরুষ বাঘের সঙ্গিনীর আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধ রাজ সেওয়া জানান, জঙ্গলে আরো রয়েল বেঙ্গল টাইগার আছে কিনা আমরা তার খোঁজ চালাতে ট্রাপ ক্যামেরার সংখ্যা বাড়াচ্ছি। বক্সার জঙ্গলে ১৫০ টি ট্রাপ ক্যামেরা লাগানো আছে। জলদাপাড়া থেকে আরো ৭০ টি ক্যামেরা এনে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।