বগটুইকাণ্ডে নিহতদের দেহগুলির ফের ময়না তদন্ত? -উঠছে প্রশ্ন! সম্প্রতি রামপুরহাটের বগটুইয়ে ঘটে গেছে এক নৃশংস হত্যাকান্ড।কিন্তু এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে,অগ্নিদগ্ধ মৃত দেহগুলিকে আবার ময়না তদন্তে পাঠানো হবে।এই সম্ভাবনার কথা জানা গেছে। সূত্রের খবর দিল্লির এইমসের মত কোনও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে ময়নাতদন্ত করা হতে পারে।ঠিক কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, শরীরে আঘাত করা হয়েছিল কিনা এসমস্ত তথ্য জানতে চায় সিবিআই। এছাড়া,ও ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টও করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রামপুরহাটে বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখ খুন হন।আর সেই ঘটনার জেরেই গত ২১ শে মার্চ রাতে বগটুই গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। সেই ঘটনায় ৯ জনের
মৃত্যু হয়েছে।তবে,ওইসব মৃতদেহের ময়না তদন্ত হয়ে গিয়েছে। কিন্তু এ কেসের সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা মনে করছেন, ” দেহগুলি পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছিল। ফলে সেই দেহগুলি আরও গুরুত্ব দিয়ে ময়না তদন্ত করার প্রয়োজন ছিল।”,
আর ও পড়ুন সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
এছাড়াও,সিবিআই এর দাবি, “,প্রথম ময়নাতদন্তে বেশকিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কী সেইসব প্রশ্ন? ” ওদিকে,কেন্দ্রীয় তদন্তনসংস্থার মতে, নিহতদের বাড়িতে আগুন দেওয়ার আগে তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।এছাড়া,কী ধরনের দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছিল তা জানা প্রয়োজন। তার সাথে করা হবে,ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এছাড়াও অভিযুক্তদের জেরা করার সময় রাখা হচ্ছে একজন সাইকোলজিস্টকে। কারণ এতজন অভিযুক্তকে জেরা করা হচ্ছে।সমস্যা এটা যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন।এদিকে, সাইকোলজিস্ট কে বসানো হচ্ছে কারণ, কোনও তথ্য তারা আদেও গোপন করছেন কিনা না তা লক্ষ্য করার জন্যই বসেছেন সাইকোলজিস্ট বলে জানা গেছে।
উল্লেখ্য, বগটুইকাণ্ডে নিহতদের দেহগুলির ফের ময়না তদন্ত? -উঠছে প্রশ্ন! সম্প্রতি রামপুরহাটের বগটুইয়ে ঘটে গেছে এক নৃশংস হত্যাকান্ড।কিন্তু এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে,অগ্নিদগ্ধ মৃত দেহগুলিকে আবার ময়না তদন্তে পাঠানো হবে।এই সম্ভাবনার কথা জানা গেছে। সূত্রের খবর দিল্লির এইমসের মত কোনও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে ময়নাতদন্ত করা হতে পারে।ঠিক কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, শরীরে আঘাত করা হয়েছিল কিনা এসমস্ত তথ্য জানতে চায় সিবিআই। এছাড়া,ও ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টও করা হচ্ছে বলে জানা গেছে।