বগটুইয়ের ঘটনায় কড়া প্রশাসন, নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। বহিরাগতরা বগটুই-য়ে এসে অশান্তি পাকাচ্ছে, বগটুই শান্তি চায়- এই দাবিকে সামনে রেখে বুধবার মিছিল করল বগটুই গ্রামের সাধারণ গ্রামবাসীরা মিছিলে শামিল হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ গ্রামে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত চলছে কিন্তু সিপিএম এবং ভাজপা নেতারা গ্রামে ঢুকে উস্কানি দিচ্ছেন অশান্তি পাকাতে চাইছেন যা কোনভাবেই বরদাস্ত করা হবে না এর প্রতিবাদে তাই তারা পথে নেমে মিছিল করছেন প্রশাসনের কাছে তাদের দাবি এই সমস্ত বহিরাগতদের কোনভাবেই গ্রামে ঢুকতে দেওয়া যাবে না।
বগটুইয়ের মানুষ আর কোনরকম অশান্তি চায়না। বুধবার সকালে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বেলার দিকে গ্রামে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং অন্য বাম নেতারা। এর কিছু পরে বিকেলের দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভাজপার পরিষদীয় দলও ওই গ্রামে যায়। বৃহস্পতিবার ওই গ্রামে যাওয়ার কথা বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এলাকার স্থানীয় বাসিন্দারা মনে করছেন যত এই ধরনের নেতারা গ্রামে আসবেন এবং গরম বক্তৃতা দিয়ে উস্কানি দেবেন ততই গ্রামে অশান্তির পরিবেশ তৈরি হবে, তাই ,বহিরাগত দুর হটো’ স্লোগানকে সামনে রেখে তারা আন্দোলনে নামলেন। বুধবার সন্ধ্যায় বগটুই গ্রামের কবরস্থান থেকে শুরু হয় ওই মিছিল।
গোটা গ্রাম ঘুরে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যকার্ড নিয়ে মিছিলে পা মেলাতে দেখা যায়। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গ্রামে শান্তি চাই, বহিরাগত দূর হটো’। ওই মিছিলে যোগ দেওয়া এক মহিলার কথায়, ‘আমরা গ্রামে সকলে মিলে শান্তিতে থাকতে চাই। তাই এই মিছিল করছি।’’ তৃণমূলের তরফে মিছিলে ছিলেন দলের রাজ্য সম্পাদক ঋতুপর্ণা সিন্হা সহ স্থানীয় নেতৃত্ব।
বগটুইয়ের ঘটনায় কড়া প্রশাসন। নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের
বগটুই কাণ্ডের ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের সিট। এই ঘটনায় আগেই আগুন কে পুলিশ গ্রেফতার করেছিল মঙ্গলবার রাত থেকে তল্লাশি চালিয়ে আরো ৯ জনকে গ্রেফতার করা হয় সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল কুড়ি। বুধবার অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তুললে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বগটুই পরিদর্শন করেছেন এডিজি পদমর্যাদার অফিসার সঞ্জয় সিং। তদন্তের কাজ সিটের তরফে শুরু হয়েছে।
আর ও পড়ুন বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী
ফরেনসিক দল নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে। বীরভূম জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন , স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের কাজ শুরু করে দিয়েছে।বুধবার বিকেলে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী কর্তব্যে গাফিলতির দায় বীরভূম জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের এক কর্মী উত্তম কর্মকার ও বারো জন সিভিক ভলেন্টিয়ার কে সাসপেন্ড করেন , পুলিশ সুপার জানিয়েছেন , সেদিন রাতে তৃণমূল নেতা খুন হওয়ার পর গ্রামের পরিস্থিতি নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল বলতে পারেনি এরা। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।