বগটুই-কাণ্ডকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা! দুই পক্ষের মধ্যে চললো হাতাহাতি, চড়, কিল, ঘুষিও। ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা। সোমবার বিধানসভা অধিবেশনে বগটুই কান্ডকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। এদিনও তারা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। আর তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। শুধু তাই নয়, চলে চড়, কিল, ঘুষিও। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
সূত্রের খবর, এমনকী সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। এমনকী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগও উঠেছে। সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি। এর আগেও বিধানসভায় বহু বিক্ষোভ দেখা গিয়েছে। তবে এদিনের সংঘাত নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
উল্লেখ্য, ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা। সোমবার বিধানসভা অধিবেশনে বগটুই কান্ডকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। এদিনও তারা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। আর তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। শুধু তাই নয়, চলে চড়, কিল, ঘুষিও। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
সূত্রের খবর, এমনকী সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। এমনকী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগও উঠেছে। সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি। এর আগেও বিধানসভায় বহু বিক্ষোভ দেখা গিয়েছে। তবে এদিনের সংঘাত নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।