বগটুই হিংসার ঘটনায় ২১ জন অভিযুক্তের নামে এফআইআর সিবিআই-র

বগটুই হিংসার ঘটনায় ২১ জন অভিযুক্তের নামে এফআইআর সিবিআই-র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বগটুই হিংসার ঘটনায় ২১ জন অভিযুক্তের নামে এফআইআর সিবিআই-র। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা-সহ আরও একাধিক ধারায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ করা হয়েছে এফআইআরে।

 

এ দিন সকালে সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ জনের দল বগটুই পৌঁছয়। শুরু হয় নমুনা সংগ্রহ। ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িগুলি খতিয়ে দেখেন তাঁরা। তার আগে রামপুরহাট থানায় বিশেষ তদন্তকারী দলের হাত থেকে মামলার নথি নিজেদের হাতে নেয় সিবিআই।

 

প্রায় ঘণ্টাখানেক রামপুরহাট থানায় সিটের সদস্যদের সঙ্গে কথা হয় সিবিআই আধিকারিকদের। সোনা শেখের বাড়ি থেকে মিহিলাল শেখের বাড়ির পথটি খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেন্সিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। থ্রি ডি স্ক্যানার নিয়ে গিয়েছে সিবিআই। স্ক্যানারের সাহায্যে তৈরি হবে ডিজিটাল ম্যাপ। বিভিন্ন অপরাধের খুঁটিনাটি জানতে থ্রি ডি স্ক্যানার ব্যবহার করেন তদন্তকারীরা।

 

এফআইআরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের বদলা নিতে অগ্নিসংযোগ করা হয়েছিল। ৭০-৮০ জন মিলে হামলা চালায়। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিবিআই এফআইআরে রয়েছে ২১ জন সন্দেহভাজনের নাম।

আরও পড়ুন- জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারির প্রথম দিন নির্বিগ্নেই সম্পন্ন

উল্লেখ্য, বগটুই হিংসার ঘটনায় ২১ জন অভিযুক্তের নামে এফআইআর সিবিআই-র। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা-সহ আরও একাধিক ধারায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও অগ্নি সংযোগের অভিযোগ করা হয়েছে এফআইআরে। এ দিন সকালে সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ জনের দল বগটুই পৌঁছয়। শুরু হয় নমুনা সংগ্রহ। ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িগুলি খতিয়ে দেখেন তাঁরা। তার আগে রামপুরহাট থানায় বিশেষ তদন্তকারী দলের হাত থেকে মামলার নথি নিজেদের হাতে নেয় সিবিআই।

 

প্রায় ঘণ্টাখানেক রামপুরহাট থানায় সিটের সদস্যদের সঙ্গে কথা হয় সিবিআই আধিকারিকদের। সোনা শেখের বাড়ি থেকে মিহিলাল শেখের বাড়ির পথটি খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেন্সিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। থ্রি ডি স্ক্যানার নিয়ে গিয়েছে সিবিআই। স্ক্যানারের সাহায্যে তৈরি হবে ডিজিটাল ম্যাপ। বিভিন্ন অপরাধের খুঁটিনাটি জানতে থ্রি ডি স্ক্যানার ব্যবহার করেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top