‘আমি বঙ্গবিভূষণ দিতে চেয়েছিলাম লতাজিকে মুম্বইতে গিয়ে, কিন্তু সেই সুযোগ হল না,’ বললেন মমতা। তাপপ্রবাহের দাবদাহের মাঝেও সিনেমা প্রেমীদের জন্য বিশেষ সুখবর। শুরু হয়ে গিয়েছে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সোমবার নজরুল মঞ্চে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা গেল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তারকাদের একরাশ ঢল। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, দেব, কোয়েল মল্লিক, শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার, রঞ্জিত মল্লিক, নুসরত, শুভশ্রী, পাওলি দাম, রুক্মিণী মৈত্র, সায়ন্তিকা, রাজ চক্রবর্তী-সহ আরও অনেকে।
এদিন উদ্ভোধনী বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন। পাশাপাশি বাংলা ছবির উন্নতিতে একাধিক কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”গতবার কোভিডের মধ্যেও করেছিলাম। এবারও হওয়ার কথা ছিল না…বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে। ১৬৩টি সিনেমা দেখানো হবে। সহযোগী দেশ ফিনল্যান্ডকে ধন্যবাদ।”
আর ও পড়ুন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই
এর পাশাপাশি লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, অভিষেক চট্টোপাধ্য়ায়ের স্মৃতি চারনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি বঙ্গবিভূষণ দিতে চেয়েছিলাম লতাজিকে মুম্বইতে গিয়ে। কিন্তু সেই সুযোগ হল না। সন্ধ্যাদি এত ভালো শিল্পী হয়ে আমার কাছে গান শুনতে চাইতেন… বাপ্পিদার মনটা অনেক বড় ছিল। খুব দু:খ পাই, যখন তাঁদের কথা মনে পড়ে। কিছুদিন আগে অভিষেক চলে গেল।” তিনি আরও বলেন, ”বাংলায় কী নেই! বারুইপুরে ১০ একর জমির উপর টেলি অ্যাকাডেমি তৈরি করেছি…বাংলা চলচ্চিত্র বিশ্বের সেরা চলচ্চিত্র। পুরনো বাংলা ছবি সংরক্ষণ করা হচ্ছে। বাংলা চলচ্চিত্রের উন্নতিতে কাজ করছি। অনেকগুলি নতুন স্টুডিও তৈরি করেছি। সিনে মিউজিয়াম তৈরি হচ্ছে।”