বঙ্গবিভূষন নিচ্ছেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন! রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিতে প্রকাশ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তাঁর পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এর পিছনে ঠিক কি কারণ রয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, অমর্ত্য সেন বর্তমানে রয়েছেন বিদেশে, এখনই তিনি দেশে ফিরছেন না যার কারণে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত।
কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন উঠেছে যে বিদেশে থাকলেও ভার্চুয়াল মাধ্যমে পুরস্কার তিনি গ্রহণ করতেই পারতেন। কিন্তু পুরস্কার না গ্রহন করার সিদ্ধান্ত কেন? তার উত্তর স্পষ্ট নয়। উল্লেখ্য, সোমবার রাজ্যে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে। তার কয়েকঘন্টা আগেই এই খবরে রীতিমত রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়েছে।
আরও পড়ুন- কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক
প্রসঙ্গত, নিয়োগ দূর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কেন্দ্রীয় বাম কমিটির সদস্য সুজন চক্রবর্তী অমর্ত্য সেন সহ যাদেরকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান পাওয়ার তালিকায় নাম রয়েছে তাদের বঙ্গবিভূষন ত্যাগ করার জন্য করজোড়ে আবেদন করেছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে, রাজ্য সরকারের কার্যকলাপ প্রকাশ্যে এসেছে।
এই সরকারের কাছ থেকে কখনও সম্মান গ্রহণ করা উচিত হবে না। তাই তাদের দেওয়া সম্মান বয়কট করা উচিত। আর তার পরেই অমর্ত্য সেনের সম্মান গ্রহণ না করার খবর। ফলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সুজন চক্রবর্তীর আবেদনের কারনে এই ঘটনা। যদিও তার উত্তর পাওয়া যায় নি। তবে সাম্প্রতিক কালে অনেক বার রাজ্য সরকারের সাথে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতানৈক্য দেখা গিয়েছে।