রাজ্য – বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মুষলধারে বৃষ্টির আশঙ্কা নেই, তবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চলবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে পূর্ণ নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও আরেকটি নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। এই দুটি সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও শনিবার থেকে আবহাওয়ায় বদল দেখা দিতে পারে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এরপরের দু’দিন পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।
অক্টোবরের শেষ থেকে বা নভেম্বরের প্রথম সপ্তাহেই সাধারণত রাজ্যে শীতের আমেজ দেখা যায়। তবে এবারে শীতের আগমন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

















