রাজ্য – বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে এবং তার প্রভাবে আষাঢ়ের মাঝেই প্রবল বর্ষণে ভাসতে চলেছে গোটাবাংলা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবার ভোরেই দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও ঝাড়গ্রামে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ আটটি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে, প্রবল বর্ষণের কারণে কলকাতার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম এবং সোমবারের তুলনায়ও নিম্ন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ শতাংশ।
