রাজ্য – আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের অবস্থান আরও স্পষ্ট হবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
এ প্রভাবে শুক্রবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় বৃষ্টি চলবে, বিশেষত উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির মাত্রা বাড়বে। সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একনাগাড়ে বৃষ্টি হচ্ছে, মঙ্গলবার সকালেও আকাশ মেঘলা।
কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবারের ৩১.৯ ডিগ্রির চেয়ে বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ২২ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।
