রাজ্য – উত্তর বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে ওই নিম্নচাপটি গঠিত হতে পারে, যার প্রভাব পড়বে ২৩ জুলাই থেকেই। বর্তমানে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা— পশ্চিম রাজস্থানের বিকানের থেকে শুরু করে কাঁথি, পুরুলিয়া হয়ে তা বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জেরে রাজ্যে ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে নিম্নচাপটি সক্রিয় হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষজ্ঞদের মতে, এই নিম্নচাপ যদি গভীর নিম্নচাপে পরিণত হয়, তাহলে তার প্রভাবে সপ্তাহজুড়েই আবহাওয়া অস্থির থাকতে পারে, ফলে চাষাবাদ, পরিবহণ ও জনজীবনে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রবল।
