বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2022) মঞ্চ থেকে একাধিক বার্তা প্রেরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি রাজ্যে শিল্প নিয়ে ভাববেন। তাই এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেখানে ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে।
রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি। বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য। আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়।” তিনি বলেন, “আমার পরবর্তী লক্ষ্য শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান। করোনাকালে প্রথম রাজ্য হিসেবে বাণিজ্য সম্মেলন করেছে বাংলা। প্রথম বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল।
৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে আছে। পরিকাঠামো, স্কুল শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে। আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে’। কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে প্রকল্প আছে।‘’
আর ও পড়ুন ভুয়ো নীল বাতি গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার চালক
একই সঙ্গে হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপূজাকে নিয়ে তিনি বলেন, “বিদেশি প্রতিনিধিদের বলব, দুর্গাপুজোর সময় আসুন। দেখে যান। শুধু দুর্গাপুজোকে কেন্দ্র করে ৩০ হাজার কোটি টাকার ব্যবসা হয়।” মুখ্যমন্ত্রীর কথায়, “আমি আপনাদের আশ্বস্ত করছি, এখানে আসুন, বাংলার জন্য ভাবুন, বাংলায় বিনিয়োগ করুন। বাংলা আপনাকে প্রতিদান দেবে, এটা আমি নিশ্চিত।”