রাজ্য – বাংলার রাজনীতিতে নতুন মোড় আসতে চলেছে। দুর্গাপুজোর আগে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করতে চলেছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য খুব শীঘ্রই তাঁর নতুন টিম ঘোষণা করতে পারেন। অনুমান করা হচ্ছে, অমিত শাহের রাজ্য সফরের সময় নতুন কমিটির সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হতে পারে।
এই আবহে রাজ্য বিজেপির অন্দরে পদাধিকারী বদল নিয়ে তুমুল জল্পনা চলছে। সূত্রের খবর, বর্তমান কমিটির একাধিক পদাধিকারী ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করে নিজেদের পদ ধরে রাখার চেষ্টা করেছেন। তবে শোনা যাচ্ছে, শমীক ভট্টাচার্যের নতুন টিমে সাধারণ সম্পাদক পদ থেকে তিনজনকে বাদ দেওয়া হতে পারে।
বর্তমানে সাধারণ সম্পাদক পদে আছেন:
লকেট চট্টোপাধ্যায়
জগন্নাথ চট্টোপাধ্যায়
দীপক বর্মণ
অগ্নিমিত্রা পাল
জ্যোতির্ময় সিং মাহাতো
শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে, এঁদের মধ্যে তিনজনের নাম বাদ পড়তে পারে। শুধু তাই নয়, সহ-সভাপতি এবং সম্পাদক পদ থেকেও একাধিক নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নতুন কমিটিতে অনেক পুরোনো নেতার প্রত্যাবর্তনও হতে পারে বলে জানা গেছে।
এদিকে, ১০ জন জেলা সভাপতিকে বদল করারও পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, শমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার আগে সুকান্ত মজুমদারের সময়কালে বেশিরভাগ জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শমীক নিজে ৪টি জেলার সভাপতি নির্বাচন করেন। বর্তমানে বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ১০ জন জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল।
তদন্তে অভিযোগগুলি প্রমাণিত হওয়ায়, পুজোর পরই এই ১০টি জেলায় সভাপতি বদল হতে পারে। যেহেতু তাঁরা সদ্য নির্বাচিত, তাই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি চাওয়া হয়েছে।
দলীয় মহলের ধারণা, নতুন রাজ্য কমিটি ঘোষণার পর অমিত শাহের সফর এবং তাঁর বৈঠক রাজ্য বিজেপির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
