বছরের প্রথমদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তিপূর্ন বার্তা দিলেন রাজ্যের রাজ্যপাল

বছরের প্রথমদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তিপূর্ন বার্তা দিলেন রাজ্যের রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ জানুয়ারি, বছরের প্রথমদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তিপূর্ন বার্তা দিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার তিনি কাশিপুর উদ্দানবাটিতে কল্পতরু উৎসবে যান। সেখানে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধি জানান সস্ত্রীক রাজ্যপাল। তারপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন। তিনি বলেন, আমি চাই এরাজ্যের সব মানুষ শান্তিতে কাটাক। তারসঙ্গে ইংরেজি নববর্ষের শুভকামনাও রাজ্যের মানুষকে জানান জগদীপ ধনকর। এরপর রাজ্যপালে কাশিপুরে ঠাকুরবাড়ির মঠ কিছুক্ষনের জন্য ঘুরে দেখেন। মঠের মহারাজদের সঙ্গেও এদিন তিনি আধাত্যিক বিষয়ে আলোচনা করেন। তবে মঠের মহারাজদের বলে যান এখানে আসতে পেরে আমি খুশি। আমার জীবন আজ ধন্যহলো বলেও জানান জগদীপ ধনকর।

তবে নতুন বছরে কল্পতরু উৎসবে আসা মানুষের সঙ্গেও এদিন শুভেচ্ছা জানান রাজ্যপাল। উদ্দানবাটিতে মানুষের উদ্দেশ্যে হাতনাড়িয়ে রাজ্যবাসীকে নতুন বছরের অবিভাদন জানান জগদীপ ধনকর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top