রাজ্য – বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলার শীত আরও ধারালো হয়ে উঠেছে। উত্তর দিকের শীতল হাওয়া আর ঘন কুয়াশার যুগলবন্দিতে কাঁপছে শহর থেকে গ্রাম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে রাতের তাপমাত্রা ফের নেমেছে, দিনের বেলায় রোদ থাকলেও উষ্ণতার ছোঁয়া নেই। এই শীতের দৌড়ে দক্ষিণবঙ্গের ‘ফার্স্ট বয়’ বদলে গিয়ে নতুন করে শীর্ষে উঠে এসেছে বাঁকুড়া। কবে থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে, সেই দিকেই এখন তাকিয়ে সবাই।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম এবং আগের দিনের ১৪ ডিগ্রির থেকেও ঠান্ডা। দিনের বেলাতেও শীতের দাপট কমেনি। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মাত্র ২১.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম। গত কয়েক দিনে একাধিকবার শহরে পারদ ১২ ডিগ্রির ঘর ছুঁয়েছে। শনিবার মরসুমের শীতলতম দিনে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গে শীতের দৌড়ে এবার নতুন ‘ফার্স্ট বয়’ বাঁকুড়া। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম। পাশাপাশি আসানসোল ৯.৫, বর্ধমান ৯.৪, শ্রীনিকেতন ও বহরমপুর ১০, কলাইকুণ্ডা ১০.৮, মেদিনীপুর ১১.৫, কাঁথি ১১.২, পানাগড় ১১.৬, পুরুলিয়া ১১, কল্যাণী ১১.৮, ব্যারাকপুর ১২.৪, দিঘা ১২, কৃষ্ণনগর ১২.৬, উলুবেড়িয়া ১২.৪, সল্টলেক ১৩.৮ এবং দমদমে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উত্তরবঙ্গে শীত আরও তীব্র আকার নিয়েছে। সোমবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। আলিপুরদুয়ারেও পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। পাহাড় ও সংলগ্ন এলাকাগুলিতে শীতের সঙ্গে কুয়াশার দাপটও বাড়ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সোম ও মঙ্গলবার দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে, কোচবিহারের কিছু এলাকায় বিকেলে প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছতে পারে।
তাপমাত্রার গতিপথ নিয়ে আবহাওয়াবিদদের ইঙ্গিত, উত্তরবঙ্গে আগামী সাত দিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে সামান্য স্বস্তির বার্তা মিলেছে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকলেও, তার পরের তিন দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।




















