বজবজে তৃণমূলের বিক্ষোভ

বজবজে তৃণমূলের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বজবজে তৃণমূলের বিক্ষোভ। প্রতিদিন বাড়ছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি,পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বজবজে বিক্ষোভ সমাবেশ। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পাশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

 

নেতৃত্বে ছিলেন ২ নম্বর পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। প্রতীকী সিলিন্ডার নিয়ে প্রতিবাদ জানান মহিলারা কর্মী-সমর্থকরা। শনিবারের পর রবিবার ফের দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের৷ লিটার পিছু জ্বালানিতে ৮০ পয়সা করে দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি৷ এই নিয়ে গত ১৩ দিনে পেট্রোল ও ডিজেলের দাম আট টাকা বাড়ল৷ উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরনোর দু’সপ্তাহের মধ্যেই বাড়ানো হয় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। জ্বালানির দাম ১৩৭ দিনে প্রথম বার বেড়েছিল ২২ মার্চ।

 

তারপর থেকে রোজই বাড়ছে দাম। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দু’বছরে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। যদিও পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষনেতারা। অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের উচিত তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা। না হলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন – বগটুইকাণ্ডে নিহতদের দেহগুলির ফের ময়না তদন্ত? -উঠছে প্রশ্ন!

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির প্রতিবাদে বজবজে তৃণমূলের বিক্ষোভ। প্রতিদিন বাড়ছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি,পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বজবজে বিক্ষোভ সমাবেশ। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পাশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top