রাজ্য – পশ্চিমবঙ্গে ফের বজ্রাঘাত কেড়ে নিল বহু প্রাণ। গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। বাঁকুড়া জেলাতেই প্রাণ হারিয়েছেন ৯ জন। পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৫ জনের। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে মৃত্যুর খবর মিলেছে।
বাঁকুড়ার ওন্দা এলাকায় ৪ জন এবং কোতুলপুর, ইন্দাস, জয়পুর, পাত্রসায়র ও বিষ্ণুপুরে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্য প্রশাসন মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছে এবং মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
