নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২১ শে আগস্ট : দক্ষিণ চব্বিশ পরগনার বজ বজ ইএসআই হাসপাতালে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ।
অভিযোগ মহেশতলার রামেশ্বর পুরের বাসিন্দা পল্লবী সরদারের ছয় বছর বাদে এটি দ্বিতীয় সন্তান হওয়ার কথা ছিলো। প্রসব যন্ত্রণা নিয়ে সকাল নটার সময় বজ বজ ESI হাসপাতালে আসেন। বাড়ির লোকের অভিযোগ বিভিন্ন অছিলায় প্রসূতি কে লেবার রুমে না নিয়ে গিয়ে ইমারজেন্সিতেই ফেলে রাখা হয় এবং পেশেন্ট পার্টি কে বোঝানো হয় ডাক্তার খুবই ব্যস্ত আছে।
এর খানিকক্ষণ বাদেই দেখা যায় বজ বজ ইএসআই এর সুপার শান্তনু চক্রবর্তী তিনি নিজে একজন নার্স কে নিয়ে গিয়ে লেবার রুমে না নিয়ে গিয়ে এমার্জেন্সি তেই প্রসব করার ব্যবস্থা করেন। সেই মুহূর্তে যারা ইমারজেন্সিতে ছিল তাদের অভিযোগ রীতিমত বাচ্চাটিকে টেনে হিচরে সুপার কন্যা সন্তান টিকে প্রসব করবার চেষ্টা করলে প্রসব হওয়ার খানিকক্ষণ বাদেই বাচ্চাটি মারা যায়। যদিও এ ব্যাপারে সুপারের থেকে অন ক্যামেরা কোন সদুত্তর পাওয়া যায়নি। বাড়ির লোকেরা সুপার এর ঘরের সামনে বিক্ষৰ দেখায়। এখনো উত্তেজনা রয়েছে, ঘটনা স্থলে মহেশতলা ও বজবজ থানার পুলিশ।