সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বাঁকুড়ার শালবনি গ্রাম। মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বললেও এখনো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ছান্দার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবনী গ্রামে উন্নয়নের ছিটে ফোটাও পড়েনি । বাঁকুড়া থেকে সোনামুখী যাওয়ার আগেই বিন্দাবনপুর গ্রাম তার আগে মেন রোডের পাশ দিয়ে দীর্ঘ দুই থেকে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে যেতে হবে ওই সালবনি গ্রাম।
শুধু শালবনি গ্রাম না পাশাপাশি যেসব গ্রাম রয়েছে বাঁকুড়া ডাঙ্গা সহ বেশ কিছু গ্রামের মানুষের ভরসা এই সালবনি গ্রামের রাস্তাটি রুজি রোজগারের জন্য সাধারণ মানুষ ব্যবহার করেথাকে এই রাস্তাটি এবং ছোট থেকে বড় স্কুল পড়ুয়ারাও এই রাস্তাটি ব্যবহার করে। তবে রাস্তাটি ভগ্নদসার ফলে দুর্ভোগ পোহাতে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামের মানুষদের, এছাড়াও রাস্তার এই অবস্থার ফলে সমস্যা গ্রামে কোনো চার চাকা গাড়ি ঢুকতে পারে না তার ফলে অসুস্থ রোগীদের হাসপাতাল নিজেতে সমস্যা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন – খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
এবং গ্রামে সরকারি ট্যাপ কল বসলেও দীর্ঘ ছয় মাস ধরে জল নেই ওই ট্যাপ কলে, গ্রামের একটি চাপাকলের ওপরই ভরসা করে থাকেন গ্রামের মানুষ । এছাড়াও সমস্যা শিশুদের ভবিষ্যৎ নিয়ে কারণ সেখানে নেই কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশুদের শিক্ষা দীক্ষা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে । ওই গ্রামের মানুষের অভিযোগ ভোটের সময় বারংবার নেতা মন্ত্রীরা গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে যায় তবে আজও প্রতিশ্রুতি পূরণ হয়নি । তবে এই গ্রামের মানুষ কি এভাবেই সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবে সেটাই এখন বড় প্রশ্ন চিহ্ন । বঞ্চিত রয়েছে