বড়ঞাঁ থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের গোদাপাড়া গ্রামে পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল স্হানীয় দুস্কৃতীদের বিরুদ্ধে । মৃতের নাম জিয়ারুল সেখ (৫৫)। এলাকায় উত্তেজনা
সুত্রের খবর বৃহস্পতিবার রাতে জিয়ারুল সেখ বাগানপাড়া সাকুলমোড়ে কাছে চা দোকানে বসে থাকা কালিন জিয়ারুল সেখ উপর প্রথমে মাথায় আঘাত করে দুষ্কৃতিরা এবং পাশের ড্রেনের মধ্যে পরে গেলে তাকে লক্ষ করে বোমা মারে দুষ্কৃতিরা বলে অভিযোগ। বোমা হামলা চালায় স্থানীয় তৃণমূল সদস্য বেল্টু সেখ সহ তার সহকর্মীরা বলে অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই তাকে বোমা মেরে খুন করে বলে অভিযোগ মৃতার ছেলে জুয়েল সেখের। পাঁচথুপি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি জুয়েল সেখ। তবে তার বাবা জিয়ারুল সেখের উপর তৃণমূল কর্মী বেল্টু সেখ তার সহকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ। যদিও তার বাবা কোন রাজনৈতিক দল করতেন না, পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরে এই বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ জুয়েল সেখের। বৃহস্পতিবার রাতে বোমা আঘাতে আশঙ্কা জনক অবস্থায় জিয়ারুল সেখকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার জেরে দোষিদের শাস্তি দাবি জানান পরিবারের সদস্যরা। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । খোদ অঞ্চল তৃণমূল জুব সভাপতির বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বড়ঞাঁ থানার পাঁচথুপি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বোমা মেরে খুন
বড়ঞাঁ থানার পাঁচথুপি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বোমা মেরে খুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram