সি বি আই দপ্তরে তলব বড়ঞার আরোও এক আলু ব্যবসায়ী। গ্ৰামের রাস্তা খারাপের কারণে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে, আর তার মাস খানেক পরেই মোবাইলে মাস্যাজের মাধ্যমে সি বি আই দপ্তরে তলব বড়ঞার আরোও এক আলু ব্যবসায়ীকে। জামাই শষ্টির দিন বড়ঞা ব্লকের কাঁটাডিহি গ্ৰামের বাসিন্দা অষ্টম কুমার ঘোষের বাড়িতে চলছিল উৎসবের আমেজ আর তার মাঝেই মোবাইল ম্যসেজ এর মাধ্যমে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই!!
পরে দুর্গাপুরে তৈরি হওয়া সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়ে হাজির হয় অষ্টম, মূলত অনুব্রত মণ্ডল এর সাথে ঘনিষ্ঠতা ও ফোন যোগাযোগ এর কারণেই তাকে ডাকা হয়েছে বলে ক্যামেরার সামনে দাবি করেন অষ্টম বাবু। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলা তেও তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা গেছে তবে আগামী দিনে আবার তাকে তলব করা হবে কি না এ বিষয়ে কিছুই জানাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অপরদিকে একের পর এক ঘটনায় বড়ঞা তে সিবিআই এর হাতে , রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিভিন্ন চর্চা..
উল্লেখ্য, গ্ৰামের রাস্তা খারাপের কারণে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে, আর তার মাস খানেক পরেই মোবাইলে মাস্যাজের মাধ্যমে সি বি আই দপ্তরে তলব বড়ঞার আরোও এক আলু ব্যবসায়ীকে। জামাই শষ্টির দিন বড়ঞা ব্লকের কাঁটাডিহি গ্ৰামের বাসিন্দা অষ্টম কুমার ঘোষের বাড়িতে চলছিল উৎসবের আমেজ আর তার মাঝেই মোবাইল ম্যসেজ এর মাধ্যমে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই!!
পরে দুর্গাপুরে তৈরি হওয়া সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়ে হাজির হয় অষ্টম, মূলত অনুব্রত মণ্ডল এর সাথে ঘনিষ্ঠতা ও ফোন যোগাযোগ এর কারণেই তাকে ডাকা হয়েছে বলে ক্যামেরার সামনে দাবি করেন অষ্টম বাবু। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলা তেও তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা গেছে তবে আগামী দিনে আবার তাকে তলব করা হবে কি না এ বিষয়ে কিছুই জানাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। অপরদিকে একের পর এক ঘটনায় বড়ঞা তে সিবিআই এর হাতে , রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিভিন্ন চর্চা..