কলকাতা – ডিসেম্বরের শুরুতে শীতের হালকা আমেজ টের পাওয়া গেলেও মাসের শেষলগ্নে এসে কলকাতায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবারও শহরের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল। বড়দিনের আগে জাঁকিয়ে শীত পড়ার যে আশা ছিল, তা আপাতত পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড় কোনও পতনের ইঙ্গিত নেই।
আবহাওয়াবিদদের মতে, আগামী ৪-৫ দিন শহর ও আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। রাত ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি মিললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়বে। ফলে দিনের বেলায় রোদের মধ্যে গরম অনুভূত হতে পারে।
সব মিলিয়ে বড়দিনের আগে শীতের আমেজ পেতে অপেক্ষা আরও বাড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।




















