বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর। বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর। মালদহ জেলার গাজোল ব্লকের আলমপুর ক্যাথলিক চার্চে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। তাই ক্যাথলিক চার্চের রং করার কাজ থেকে শুরু করে প্লাস্টিকের ফুল লাগানো, লাইটিং দিয়ে সাজানো-গোছানোর পাশাপাশি যিশু খ্রিস্টের গোশালা বানানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। আবারো দেখা গেছে সেই ছোট্ট শিশু যিশুখ্রিস্টের মূর্তির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে।
ওইদিনের জন্যই চার্চ চত্বরে বিভিন্ন জায়গায় তাঁবুর মত খাঁটানো হচ্ছে ৷ সেইসব তাঁবুতে প্রভু জিশুর আবির্ভাব-সহ তাঁর জীবনের নানা কিংবদন্তি তুলে ধরা হবে ৷ নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহও ৷
আলমপুর ক্যাথলিক গির্জা ও চার্চের প্রধান ফাদার ইসিদর খেস ও মাদার দীপাঞ্জলি জানান, আলমপুর ক্যাথলিক চার্চটিতে প্রতি বছর ঈশ্বর যীশু খ্রীষ্টের জন্মদিন ২৫ শে ডিসেম্বর উদযাপিত হয়ে আসছে।
২৪ ডিসেম্বর রাত বারোটার পর সকলেই আগমনী সঙ্গীতের মাধ্যমে প্রভুর যীশুর কাছে সুখ শান্তি সমৃদ্ধির কামনায় প্রার্থনা করবেন। ক্যান্ডেল জ্বালিয়ে প্রভু যীশুকে স্মরণ করবেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা। তারা আরো জানান,এরপর ২৫ ডিসেম্বর সকালেও ফের একবার প্রার্থনা করা হবে ৷ সকলের জন্য গীর্জার দরজা খুলে দেওয়া হবে ৷ ব্লকের বিভিন্ন জায়গা থেকে জাতিবর্ণ ও ধর্মনির্বিশেষে বহু ধর্মের মানুষ এসে প্রভুর কাছে তাঁদের প্রার্থনা জানাবেন ৷ প্রভু জিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে ৷”
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
উল্লেখ্য, বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর। বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর। মালদহ জেলার গাজোল ব্লকের আলমপুর ক্যাথলিক চার্চে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। তাই ক্যাথলিক চার্চের রং করার কাজ থেকে শুরু করে প্লাস্টিকের ফুল লাগানো, লাইটিং দিয়ে সাজানো-গোছানোর পাশাপাশি যিশু খ্রিস্টের গোশালা বানানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। আবারো দেখা গেছে সেই ছোট্ট শিশু যিশুখ্রিস্টের মূর্তির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে।