পূর্ব মেদিনীপুর – বড়দিনের রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগর বাজারে। দিঘার অদূরে রামনগরের বলোকবার বাজারে পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে দু’টি মিষ্টির দোকান এবং একটি স্টেশনারি দোকান। উৎসবের মরশুমে এই অগ্নিকাণ্ডে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাত, ঘড়ির কাঁটা তখন আনুমানিক আড়াইটে থেকে তিনটের মধ্যে। হঠাৎই একটি মিষ্টির দোকান থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। সেই দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি মিষ্টির দোকান এবং একটি স্টেশনারি দোকানে।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন। দোকানের কর্মীরাও ছুটে আসেন। প্রথমে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দ্রুত দু’টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিষ্টির দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ মিষ্টি এবং অন্তত সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দোকান কর্মীদের কথায়, ভোররাতে চিৎকার শুনে তাঁরা এসে দেখেন গোটা দোকান দাউদাউ করে জ্বলছে। শেষ পর্যন্ত দমকলের সাহায্যেই আগুন নেভানো সম্ভব হয়, তবে ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।




















