বড়দের পাশপাশি রথের দড়িতে টান খুদের। এক হাত মায়ের হাতের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আর অন্য হাতে রথের দড়ি এই ভাবে প্রায় ১ কিলোমিটার রথ নিয়ে পরিক্রমা করলেন এক চার বছরের ক্ষুদে। চলতে রাস্তায় খুদের পা থেকে খুলছে চপ্পল কিন্তু তবুও সেই রথের দড়ি ছাড়তে নারাজ। এই ভাবে নিষ্ঠা ও ভক্তির সহিত চাঁচলের রথ যাত্রা শামিল হলেন ছোট্ট ক্ষুদে।মালদহের চাঁচলে রাজ ঠাকুর বাড়ি থেকে মাসির বাড়ির যাত্রার উদ্দেশ্য বের হয় রথ যা গোটা শহর পরিক্রমা করে চাঁচলের হাসপাতাল পাড়ায় শিব বাড়িতে এসে থামে। সেখানে মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। তবে এই দিনের এই রথ যাত্রায় বিশেষ নজর কারে খুদের রথ টানার কৌশল।
চাঁচলের রাজবাড়ী থেকে ঢাক ঢোল বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে বের হয় রথ। রথের চাকা তরল তোলা মোড় গড়াতে বড়ো দের পাশপাশি সেই রথের দড়িতে হাত লাগান চার বছরের ওই শিশু। এক হাত মায়ের হাতে আর অন্য হাত রথের দড়িতে এই ভাবে শহরের বুকে রথ নিয়ে ছুটলেন ছোট্ট খুদে। শুধু ওই খুদে নয়,এদিন চাঁচল রাজবাড়ীর রথ টানছিলেন কচিকাচা থেকে শুরু করে বৃদ্ধজনেরা। রথ টানাকালিন পুলিশি নিরাপত্তা ছিল বিশেষভাবে। এবং ট্রাফিক পুলিশের তরফেও রথযাত্রার রূট ফাকা দেওয়া হয়।সব মিলিয়ে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে চাঁচলের রথ উৎসব।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
উল্লেখ্য, এক হাত মায়ের হাতের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আর অন্য হাতে রথের দড়ি এই ভাবে প্রায় ১ কিলোমিটার রথ নিয়ে পরিক্রমা করলেন এক চার বছরের ক্ষুদে। চলতে রাস্তায় খুদের পা থেকে খুলছে চপ্পল কিন্তু তবুও সেই রথের দড়ি ছাড়তে নারাজ। এই ভাবে নিষ্ঠা ও ভক্তির সহিত চাঁচলের রথ যাত্রা শামিল হলেন ছোট্ট ক্ষুদে।মালদহের চাঁচলে রাজ ঠাকুর বাড়ি থেকে মাসির বাড়ির যাত্রার উদ্দেশ্য বের হয় রথ যা গোটা শহর পরিক্রমা করে চাঁচলের হাসপাতাল পাড়ায় শিব বাড়িতে এসে থামে। সেখানে মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। তবে এই দিনের এই রথ যাত্রায় বিশেষ নজর কারে খুদের রথ টানার কৌশল। চাঁচলের রাজবাড়ী থেকে ঢাক ঢোল বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে বের হয় রথ।