বুধবার ঘাটালে সকালে চোলাই এর বিরুদ্ধে বড়সড়ো অভিযানে নামল আবগারি দপ্তরও পুলিশ। চোলাই অভিযানে নেমে গ্রেফতার করা হল ৩ জনকে, বাজেয়াপ্ত করা হল কয়েকশো লিটার চোলাই মদ। নষ্ট করা হয়েছে চোলাই তৈরীর কাঁচামাল সামগ্ৰী।আবগারি দপ্তরের ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে বুধবার সকাল থেকেই ঘাটাল থানার কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চালানো হয়। চোলাই অভিযানে তিন চোলাই কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
এর সাথে চোলাই তৈরীর কাঁচামাল নষ্ট সহ কয়েকশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় ।চোলাই অভিযান হয় ঘাটাল থানার ইড়পালা এবং হরিশপুর এলাকায়।গোপন সূত্রে খবর ছিল অবৈধভাবে চোলাই তৈরি করা হচ্ছে, এর আগেও একাধিকবার সচেতন করা হয়েছে ওই সকল এলাকায় । কাজ না হওয়ায় আজ ওই এলাকাগুলিতে হঠাৎ অভিযান চালায় অাবগারি দপ্তর ও পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী,পশ্চিম মেদিনীপুরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিত হীরা সহ ঘাটাল থানার পুলিশ
আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু
উল্লেখ্য, বুধবার ঘাটালে সকালে চোলাই এর বিরুদ্ধে বড়সড়ো অভিযানে নামল আবগারি দপ্তরও পুলিশ। চোলাই অভিযানে নেমে গ্রেফতার করা হল ৩ জনকে, বাজেয়াপ্ত করা হল কয়েকশো লিটার চোলাই মদ। নষ্ট করা হয়েছে চোলাই তৈরীর কাঁচামাল সামগ্ৰী।আবগারি দপ্তরের ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে বুধবার সকাল থেকেই ঘাটাল থানার কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চালানো হয়। চোলাই অভিযানে তিন চোলাই কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
এর সাথে চোলাই তৈরীর কাঁচামাল নষ্ট সহ কয়েকশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় ।চোলাই অভিযান হয় ঘাটাল থানার ইড়পালা এবং হরিশপুর এলাকায়।গোপন সূত্রে খবর ছিল অবৈধভাবে চোলাই তৈরি করা হচ্ছে, এর আগেও একাধিকবার সচেতন করা হয়েছে ওই সকল এলাকায় । কাজ না হওয়ায় আজ ওই এলাকাগুলিতে হঠাৎ অভিযান চালায় অাবগারি দপ্তর ও পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী,পশ্চিম মেদিনীপুরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিত হীরা সহ ঘাটাল থানার পুলিশ।