বড়োসড়ো ট্রেন দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো ফলকনামা এক্সপ্রেস। শনিবার অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ফলকনামা এক্সপ্রেস । সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া গামী ফলকনামা এক্সপ্রেসে’ ট্রেন এর হঠাৎই তিনটি বগি আলাদা হয়ে যায় বেলদা স্টেশনের কাছে । অল্পের জন্য রক্ষা পেয়ে যায় যাত্রীরা। শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে ।
ঘটনায় জানা গিয়েছে ২৫ টি বগির মধ্যে চলন্ত অবস্থায় তিনটি বগি আলাদা হয়ে যায় । ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রায় ৪০ মিনিটের কাছাকাছি ট্রেনটি দাঁড়িয়ে যায় বেলদা স্টেশনের কাছেই। যদিও পরবর্তী ক্ষেত্রে ওই আলাদা হয়ে যাওয়া বগি গুলিকে একসাথে জুড়ে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ফলকনামা এক্সপ্রেস। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি । ওই ঘটনাকে কেন্দ্র করে বেলদা স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারির প্রথম দিন নির্বিগ্নেই সম্পন্ন
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই তিনটি বগির যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে রেল সূত্রে জানা যায়। তবে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য রেলের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে রেল আধিকারিকরা। তবে যেভাবে চলন্ত ট্রেন থেকে তিনটি বগি আলাদা হয়ে গিয়েছিল তাতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রেল যাত্রীরা । ওই ঘটনার পর তিনটি বগিতে থাকা রেলযাত্রীদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। বড়োসড়ো